প্রবাস

মস্কোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখা একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা কর্মকর্তারা, রাশিয়ার পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, রাশিয়ার সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।

Advertisement

অনুষ্ঠানে রাষ্ট্রদূত এস এম সাইফুল হক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আমাদের বিজয় ত্বরান্বিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্বাসন কাজেও দেশটির অবদান ছিল অসামান্য।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিরক্ষা অ্যাটাশে এয়ার কমোডর এস এম শাহনেওয়াজ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। এ ছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিমিশনে সুনাম নিয়ে মানবিক দায়িত্ব পালন করছেন।

বারেক কায়সার, রাশিয়া থেকে

Advertisement

এমআরএম/জেআইএম