দেশজুড়ে

শরীর জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

নওগাঁর মান্দায় শরীর জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন ফরিদা খাতুন নামে এক প্রসূতি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মান্দার ফয়সাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচার (সিজারিয়ান) মাধ্যমে এ দুটি কন্যা শিশুর জন্ম হয়। এ খবর ছড়িয়ে পড়লে শিশু দুটিকে এক নজর দেখার জন্য ক্লিনিকে হাজারো মানুষ ছুটে আসে।

Advertisement

প্রসূতি ফরিদা খাতুন উপজেলার চককানদেব গ্রামের সবুজ সরদারের স্ত্রী।

সবুজ সরদার বলেন, ফরিদা অন্তঃসত্ত্বা হওয়ার পর আল্ট্রাসনো করে দেখা যায় তার পেটে দুটি বাচ্চা আছে। তবে আল্ট্রাসনো কালার না হওয়ায় বুঝা যাচ্ছিল না বাচ্চা দুটি কীভাবে আছে। আজ সিজারের তারিখ ছিল। সিজারের পর দেখা যায় বাচ্চা দুটির শরীর এক সঙ্গে জোড়া লাগানো।

ফয়সাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. আব্দুস সোবহানের তত্ত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়।

Advertisement

ডা. আব্দুস সোবহান বলেন, সকালে ক্লিনিকে প্রসূতিকে ভর্তি করানো হয়। সিজারের আগে পরীক্ষা করে দেখা যায় প্রসূতির পেটে দুটি বাচ্চা আছে। সিজারের পর দেখা যায় যমজ বাচ্চা দুটি জোড়া লাগানো। তবে দুটি শিশু ও প্রসূতি সুস্থ আছে। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/আরএআর/জেআইএম