সাতক্ষীরা জেলার চারটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
Advertisement
সাতক্ষীরা-১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাবেক এমপি আওয়ামী লীগ নেতা বিএম নজরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু, জাতীয় পার্টির প্রার্থী হিসাবে কেন্দ্রীয় নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে জেলা ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, বিএনপির প্রার্থী হিসাবে হাবিবুল ইসলাম হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াতের ইজ্জত উল্লাহ, জাসদের শেখ ওবায়দুস সুলতান বাবলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি, বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রহমত উল্লাহ পলাশ, জাতীয় পার্টির পক্ষ থেকে জেলা জাতীয় পার্টির আলহাজ্ব শেখ আজহার হোসেন, মাতলুব হোসেন লিওন, বাম গণতান্ত্রিক জোটের আজিজুর রহমান ও নিত্যানন্দ সরকার, জামায়াতের খালেক মন্ডলের পক্ষে তার নেতাকর্মীরা জমা দিয়েছেন। সাতক্ষীরা- ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, বিএনপির প্রার্থী ডা. শহিদুল আলম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াতের রবিউল বাশার মনোনয়নপত্র জমা।
সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার এমপি, বিকল্পধারার প্রার্থী হিসেবে সাবেক এমপি এইচএম গোলাম রেজা ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
Advertisement
সব মিলিয়ে সাতক্ষীরার চারটি আসনে বিভিন্ন দলের ৩৮ জন মনোনয়ন দাখিল করেছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/আরএস/আরআইপি