বাইক বা মোপেডে চড়ে ঘুরে বেড়ায় লন্ডনের একটি চোরের দল। দ্রুত পালিয়ে যায় বলে এতদিন বাইক-চোর ধরতে পারছিল না পুলিশ। অবশেষে এই চোরের দলকে কাবু করার নতুন উপায় খুঁজে পেয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
Advertisement
লন্ডনে বেড়েছে বাইক বা মোপেডে চড়ে চুরির প্রবণতা। এতদিন চোরের সঙ্গে পেরে উঠছিল না লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তবে এখন গাড়ি ছেড়ে বাইক নিয়ে অপরাধীদের ধাওয়া করছে লন্ডন পুলিশ। শুধু তা-ই নয়, রীতিমতো ধাক্কা মেরে বাইক থেকে ফেলে দিচ্ছে চোরকে। পুলিশের বাইকে থাকছে বিশেষ যন্ত্র। সেই যন্ত্রের সাহায্যে সহজেই ফুটো করা যায় চোরের বাইকের চাকা। পুলিশের এ অভিনব কৌশলের ফলে শহরটিতে কমছে বাইক চুরির ঘটনা।
সূত্র: ডয়চে ভেলে
এসআর/আরআইপি
Advertisement