অর্থনীতি

আয়কর দিবসে র‌্যালি করতে চায় এনবিআর

আয়কর দিবস উপলক্ষে আগামী ৩০ নভেম্বর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে র‌্যালি করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Advertisement

র‌্যালি করার অনুম‌তি চেয়ে বুধবার নির্বাচন কমিশন স‌চি‌বের কাছে চিঠি দিয়েছেন এনবিআর সদস্য (লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) সিরাজুল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর আয়কর দিবস উদযাপিত হবে। দিবসটির তাৎপর্য জনসাধারণের কাছে তুলে ধরতে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে র‌্যালির আয়োজন করা হবে।

এতে পুরস্কারপ্রাপ্ত করদাতা সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী, দেশবরেণ্য খেলোয়াড়সহ পেশাজীবীরা উপস্থিত থাকবেন। তবে র‌্যালিতে কোনো রাজনৈতিক দলের নেতানেত্রী উপস্থিত থাকবেন না ব‌লে জা‌নি‌য়ে‌ছে এন‌বিআর।

Advertisement

উ‌ল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফ‌সি‌লের পুনঃনির্ধারিত সময়সূচি অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় সভা সমা‌বেশ কর‌তে হ‌লে নির্বাচন কমিশনের অনুম‌তি লাগে।

এসআই/বিএ