জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৯ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশুনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ‘বোবা কাহিনী’ উপন্যাসটির লেখক কে?উত্তর : পল্লীকবি জসীম উদদীন।২. প্রশ্ন : ‘আবক্ষ জলে নেমে স্নান’- এককথায় প্রকাশ করুন।উত্তর : অবগাহন।৩. প্রশ্ন : ‘বৃহস্পতি’র সন্ধি বিচ্ছেদ করুন।উত্তর : বৃহৎ+পতি।৪. প্রশ্ন : ‘ঊনপাঁজুরে’ শব্দের বাগধারা কি?উত্তর : হতভাগ্য।৫. প্রশ্ন : একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?উত্তর : ১৮।৬. প্রশ্ন : প্রাচীন ‘পুণ্ড্রনগর’ কোথায় অবস্থিত?উত্তর : মহাস্থানগড়ে।৭. প্রশ্ন : বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?উত্তর : সম্রাট আকবর।৮. প্রশ্ন : বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?উত্তর : ১৯১১ সালে।৯. প্রশ্ন : কবে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?উত্তর : ২ মার্চ ১৯৭১।১০. প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ বিল কোনটি?উত্তর : চলন বিল। ১১. প্রশ্ন : ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ জাতীয় সংসদে কবে পাস হয় ?উত্তর : ৭ অক্টোবর ২০১৩।১২. প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর কোথায় ও কোনটি? উত্তর : সৌদি আরবের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।১৩. প্রশ্ন : ভারত থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ আমদানি শুরু হয় কবে ?উত্তর : ৫ অক্টোবর ২০১৩।১৪. প্রশ্ন : কোন দেশে একটি গ্রামের নাম রাখা হয়েছে ‘রূপসী বাংলা’?উত্তর : আইভরি কোস্ট।১৫. প্রশ্ন : হেক্টর প্রতি ভূট্টা উৎপাদনশীলতায় শীর্ষ দেশ কোনটি ?উত্তর : যুক্তরাষ্ট্র (দ্বিতীয় বাংলাদেশ)।১৬. প্রশ্ন : ইন্টারনেটের সর্বোচ্চ গতির দেশ কোনটি ?উত্তর : হংকং (দ্বিতীয় দক্ষিণ কোরিয়া)।১৭. প্রশ্ন : ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?উত্তর : এলিস মুনরো (কানাডা)।১৮. প্রশ্ন : দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি?উত্তর : জুবা।১৯. প্রশ্ন : উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কেন?উত্তর : নাইট্রোজেনের অভাবে।২০. প্রশ্ন : ফল পাকানোর জন্য দায়ী-উত্তর : ইথিলিন।এসইউ/আরআইপি

Advertisement