জাতীয়

আমরা শুধু ইসি’র নির্দেশ মানবো : ঢাকা বিভাগীয় কমিশনার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কয়েকটি দল প্রশ্ন তুলছে। নির্বাচনের সময় আপনারা সরকারের আদেশ অনুযায়ী কাজ করবেন কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম বলেছেন, ‘রিটার্নিং অফিসাররা সম্পূর্ণ নির্বাচন কমিশনের অধীনে। আমরা শুধু নির্বাচন কমিশনের নির্দেশ মানবো। কমিশনের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

Advertisement

বুধবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয়ার শেষ দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নির্বাচনী আচরণবিধি প্রয়োগে আমাদের ১৫ জন ম্যাজিস্ট্রেটের ১৫ টিম এবং সিটি কর্পোরেশনের ২টি টিম মাঠে কাজ করছে।’

আজ যারা মনোনয়নপত্র জমা দিলেন তারা একেকজন অনেক সমর্থক নিয়ে কার্যালয়ে এসে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিশেষ করে সরকারদলীয় প্রার্থীরা।

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে আলী আজম বলেন, ‘আমি যেহেতু আমার রুমের বাইরে যেতে পারিনি, বাইরের অবস্থা বলতে পারবো না। কিন্তু আমার রুমে যারা এসেছেন আমার মনে হয়েছে তাদের সমর্থক ৫-৭ জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।’

গত দুইদিনে মোট কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তার সঠিক হিসাব দিতে কিছুটা সময় লাগবে বলে জানান বিভাগীয় কমিশনার। তবে তিনি বলেন, ‘আজ আজমিরা সুলতানা নামে একজন ঢাকা-১৪ আসনের প্রার্থী (সম্ভবত স্বতন্ত্র) অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা তাকে রিপ্লাই দিয়েছি, ২ ডিসেম্বরের মধ্যে সংযুক্ত নথি নিয়ে হাজির হওয়ার বিষয়টি জানিয়েছি।’

এআর/এএস/এসএইচএস/আরআইপি

Advertisement