দেশজুড়ে

অক্টোবরেই চালু হচ্ছে চট্টগ্রাম বন্দরের এনসিটি

অবশেষে চালু হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)। পহেলা অক্টোবর থেকে এনসিটির ৪ ও ৫ নম্বর বার্থে অপারেশনাল কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।বুধবার দুপুরে বন্দরের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় বন্দর চেয়ারম্যান বলেন, আগামী ১ অক্টোবর থেকে এনসিটি চালু করা হবে। এ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনের জন্য প্রাইভেট একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই তারা যন্ত্রপাতি নিয়ে আসবে। এনসিটি চালু হলে ৪ ও ৫ নম্বর বার্থ থেকে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হবে।তিনি বলেন, ৮ বছর আগে নির্মাণ করা হলেও দুর্ভাগ্যজনকভাবে এতদিন চালু করা যায়নি। তাই এনসিটি দ্রুত চালু করতে প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এনসিটির ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, আমাদের হাতে ১ মাস ১০ দিনের মতো সময় আছে। এর মধ্যে সব কাজ শেষ করতে হবে। যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে। এনসিটি চালু হলে এখান থেকেই অপারেশন কার্যক্রম পরিচালনা করা হবে।এসএইচএস/এমআরআই

Advertisement