কাতারের ওপর অবরোধ বহাল রাখা হবে। মিসর এবং সৌদি আরব যৌথভাবে এই ঘোষণা দিয়েছে। এক বছর আগে অর্থাৎ ২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
Advertisement
ওই চার আরব দেশ কাতারের সঙ্গে আকাশপথ, সমুদ্র ও স্থলসীমা বন্ধ করে দেয়। এখনও পর্যন্ত দেশগুলো কাতারের ওপর অবরোধ জারি রেখেছে।
মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি।
ওই বৈঠকে কাতারের ওপর অবরোধ বহাল রাখার বিষয়ে একমত পোষণ করা হয়। ওই দুই নেতা কাতারকে কোনো ধরনের ছাড় দিতে রাজি হননি।
Advertisement
সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দেয়া এবং ইরানের প্রতি সমর্থনের জন্য কাতারের ওপর অবরোধ আরোপ করে ওই চার দেশ। কিন্তু এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দোহা। কাতারের সঙ্গে সম্পর্ক পুনর্বহালের জন্য বেশ কিছু শর্ত ঘোষণা করা হয়।
আল জাজিরা বন্ধ, তুর্কি সেনাবাহিনীকে দেশ থেকে প্রত্যাহার, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি জানায় আরব দেশগুলো। এসব দাবি মেনে নেয়নি কাতার। সে কারণেই দেশটির ওপর থেকে অবরোধ তুলে নেয়া হয়নি।
টিটিএন/এমএস
Advertisement