জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা করে শহরে ঝাড়ু মিছিল করেছে কয়েক হাজার নারী-পুরুষ।
Advertisement
আজ (বুধবার) বেলা ১১টায় শহরের থানাপাড়া সড়ক থেকে সাধারন জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে দাবি করা হয়, গত ৫ বছর জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি পুরোপুরি জনবিচ্ছিন্ন ছিলেন। এছাড়া এই আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও জাপা মহাসচিব মহাজোট থেকে এবারও এখানে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। এর প্রেক্ষিতে সাধারণ ভোটাররা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
এদিকে গতকাল (মঙ্গলবার) হেলিকপ্টারে করে পটুয়াখালী-১ আসনের তিন উপজেলা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা সফর করেন এবিএম রুহুল আমিন হাওলাদার। তার এই সফরকে নির্বাচনী শোডাউন হিসেবে দেখছে আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতারা। এই সফরের মাধ্যমে রুহুল আমিন হাওলাদার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলেও দাবি তাদের।
Advertisement
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/পিআর