দেশজুড়ে

পুঠিয়ায় থ্রি-হুইলার বন্ধে পুলিশের অভিযান

রাজশাহীর পুঠিয়ার তেবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় উপজেলার বিভিন্ন মহাসড়কে থ্রি-হুইলার বাহন বন্ধের জন্য অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় কয়েকটি ভটভটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।এরই প্রতিবাদে স্থানীয় ভটভটি চালকরা উপজেলার শিবপুর মহাসড়কে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, সড়ক দুর্ঘটনায় সাত যাত্রী নিহতের ঘটনায় পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত সুমি চক্রবর্তীর স্বামী শ্যামল চক্রবর্তী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।বুধবার দুপুরে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হোসেন খান এ তথ্য জানান। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জাগো নিউজকে জানান, মামলায় ট্রাকের চালক আলীকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরের মধ্যেই তাকে আদালতে পাঠানো হবে। তবে তিনি ট্রাকচালক আলীর বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করবেন বলে জানান। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বিয়ের দাওয়াতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে রাজশাহীর পুঠিয়া উপজেলার তেবাড়িয়া নামক স্থানে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত আটো ভ্যানের সাত যাত্রী নিহত হন।নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার জিওপড়া ইউনিয়নের দাশমাড়িয়া গ্রামের শ্যামল চক্রবর্তীর স্ত্রী সুমি চক্রবর্তী (২৮), ছেলে রুদ্র (৬), তার ভাই ভ্যানচালক বিদ্যুৎ চক্রবর্তী (৩৫), তার স্ত্রী বৃষ্টি চক্রবর্তী (২৮), নিহত সুমির ভাই দিলিপ সরকারের মেয়ে পূজা (১০), বিদ্যুতের আরেক ভাই বিধান চক্রবর্তীর ছেলে দ্বীপ (১০) ও তাদের নিকট আত্মীয় বিচিত্রা রাণী (৫৫)।শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি

Advertisement