বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুণ্ড গ্রামে প্রতিহিংসার শিকার হলো ৮ মাসের শিশু মরিয়ম। গভীর রাতে মায়ের কোলে ঘুমিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা মরিয়মকে তুলে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে রেখে যায়।অমানবিক এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উজিরপুর উপজেলার হস্তিশুণ্ড গ্রামে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বুধবার দুপুরে মরিয়মের দাদা নজরুল ইসলাম ও চাচা আবু সুফিয়ানকে আটক করেছে পুলিশ। হস্তিশুণ্ড গ্রামের ইমরান হোসেন ও ফাতেমা বেগম দম্পতির ৮ মাসের কন্যা সন্তান মরিয়ম। ইমরান হোসেন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। ফাতেমা শ্বশুর-শ্বাশুড়ি ও দেবরের সঙ্গে গ্রামের বাড়িতে থাকেন। ফাতেমা বেগম জানান, মঙ্গলবার রাতে সন্তান মরিয়মকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত ২টার দিকে জেগে ওঠে দেখে পাশে সন্তান মরিয়ম নেই। ঘরের দরজা খোলা। খোঁজাখুঁজি করার পর রাত ৩টার দিকে বাড়ির পুকুরে লাশ উদ্ধার করা হয়। উজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে শিশুটিকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। পরে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ওসি আরো জানান, নিহত মরিয়মের চাচা ও দাদার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে প্রতিবেশি মো. সেলিমের। সম্প্রতি সেলিম বেপারীর ১৯ হাজার টাকা চুরি হলে তিনি আবু সুফিয়ানকে সন্দেহ করেন। বুধবার ছিল টাকা উদ্ধারের জন্য চাল পড়া খাওয়ানোর দিন। ঘটনা ভিন্ন খাতে নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে এমন অমানবিক কাণ্ড ঘটানো হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য মরিয়মের দাদা নজরুল ইসলাম ও চাচা আবু সুফিয়ানকে থানায় নিয়ে আসা হয়েছে।নিহত শিশুর বাবা ইমরান হোসেন ঢাকায় কর্মস্থলে রয়েছেন। তিনি ফিরে আসার পর মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।সাইফ আমীন/এমএএস/এমআরআই
Advertisement