নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় কারো সঙ্গে পাঁচজনের বেশি লোক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করতে পারবে না -এই সংক্রান্ত নির্দেশনা জারি রয়েছে। তবে প্রায় ১৫ জন লোক নিয়ে মনোনয়ন দাখিল করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-১১ আসনের প্রার্থী এ কে এম রহমতউল্লাহ।
Advertisement
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আচরণ বিধি লঙ্ঘন করিনি। আমার গাড়িতে আমি পাঁচজন লোক নিয়ে এসেছি। আর যেহেতু আমি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি সেহেতু ওই এলাকার ৮টি আসনের অন্যান্য প্রার্থীদের লোকজন আমার সঙ্গে রয়েছেন। আমি তাদের নিয়ে আসিনি।’
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই- বিএনপি প্রার্থীদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘ভোটের মাঠে ভোটাররা তাদের মোকাবেলা করবে, আমরা তো করবো না। তারা দেখাক কোন জায়গায় তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।’
Advertisement
ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিকেল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দিতে হবে। এবার সরাসরি ছাড়াও প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন জমা দেয়া যাবে।
এইউএ/এমবিআর/পিআর