খেলাধুলা

জয়ের সেঞ্চুরিতে রোনালদোর রেকর্ড

রিয়াল মাদ্রিদের জার্সি গায়েই রেকর্ডটা হতে পারতো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু চলতি মৌসুমের শুরুতে ক্লাব ছেড়ে দেয়ায় সেটি হয়নি। তবে নতুন ক্লাব জুভেন্টাসের হয়ে ঠিকই রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা।

Advertisement

ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একশ ম্যাচে জয়ের ইতিহাস গড়েছেন রোনালদো। মাত্র ১২১ ম্যাচ খেলেই নিজের নামের পাশে এ রেকর্ড করে ফেলেছেন তিনি। তার চেয়ে বেশি ম্যাচ (১৫৭) খেলেও একশ জয় পাননি স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

মঙ্গলবার রাতে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারায় রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাস। আর এতেই রেকর্ড হয়ে যায় রোনালদোর। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন পোল্যান্ডের তারকা খেলোয়াড় মারিও মানজুকিচ।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৬, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৭১ এবং জুভেন্টাসের হয়ে তৃতীয় জয়ে মোট ১০০ জয় পূরণ হয়েছে রোনালদোর। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এছাড়া এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডটিও রয়েছে তার দখলে।

Advertisement

এসএএস/পিআর