বিনোদন

নয়নের একক অন্তঃপৃষ্ঠা

কথানির্ভর সুর সৃষ্টির চেষ্টায় ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী রিংকুর স্টুডিও সম্পর্ক’তে কাজ চলছে অন্তঃপৃষ্ঠার। অন্তঃপৃষ্ঠা শব্দের শাব্দিক অর্থ ভেতরের পাতা। ভেতরের পাতাটি উন্মুক্ত করার প্রয়াসে গানের অ্যালবামের কাজে হাত দিয়েছেন সাংবাদিক আল মাসুদ নয়ন। সাংবাদিকতা মুল পেশা হলেও সাহিত্য, সংস্কৃতি এবং সংগীতে ভালোবাসার কারণেই এই অ্যালবামের কাজ করছেন তিনি। নয়ন জানালেন, এ বছরের শেষের দিকেই গানের অ্যালবামটি মোড়ক উন্মোচন করতে চান তিনি। দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে’তে আরজে হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকার কারণেই নিজের আরজে পরিচয়ে তিনি অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছেন।অন্তঃপৃষ্ঠা অ্যালবামটির মিউজিকে কাজ করছেন আতিক। অ্যালবামটিতে স্বপ্নীল প্রিয়া, আঁকাবাকা মন, ছবি, বলি বলি, আয় বালিকা, চাঁদ, প্রেম বৃন্দাবনসহ বিভিন্ন শিরোনামের সাত থেকে আটটি গান থাকতে পারে বলে আশা প্রকাশ করছেন তিনি। এরই মধ্যে স্বপ্নীল প্রিয়া গানটির মিউজিক ভিডিও করার পরিকল্পনাও রয়েছে নয়নের। গানগুলোর কথা এবং সুরারোপ করেছেন নয়ন রাজা ছদ্মনামধারী একজন কবি।          এলএ/আরআইপি

Advertisement