আইন-আদালত

ঋণ খেলাপি ড. শামসুল হক ভূঁইয়ার নির্বাচন অনিশ্চিত

ঋণ খেলাপির দায়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারালেন চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া। ফারমার্স ব্যাংকে তার ৬০ কোটি টাকার ওপরে খেলাপি ঋণ রয়েছে।

Advertisement

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বারজজ আদালতে তার প্রার্থিতা আটকে যায়।

বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতার কারণে চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ড. শামসুল হক ভূঁইয়া থাকছেন না।

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারানোর পর বিকল্প প্রার্থী হিসেবে কে আসছেন তা এখন দেখার বিষয়।

এফএইচ/বিএ