একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রার্থীদেরকে দলীয় মনোনয়নের চিঠি দেয় দলটি। তবে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন ছাড়া সবকটি আসনেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ এ.কে একরামুজ্জান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস ছাত্তার ভূইয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরুণ দে ও কেন্দ্রীয় বিএনপিরসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জন্য কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব ও সাবেক ছাত্রদল নেতা ড. তৌফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মোসলেহ্ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম ও প্রয়াত সাংসদ কাজী আনোয়ার হোসেনের ছেলে কাজী নাজমুল হোসেন তাপস এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল খালেক ও উপজেলা বিএনপির সদস্য মেহেদী হাসান পলাশ দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জাগো নিউজকে বলেন, বিকল্প প্রার্থী হিসেবে প্রতি আসনেই দুইজন-তিনজন করে প্রার্থী দেয়া হয়েছে। কোনো কারণে একজন বাদ পড়লে আরেকজন যেন কাভার করতে পারে সেজন্যই একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস
Advertisement