রাজনীতি

ঘোষিত ১০ আসনে বিএনপির নতুন মুখ আট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। এ কার্যক্রমের দ্বিতীয় দিনে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রামের দশটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়নের চিঠি পান। যাদের মধ্যে আটজনই ভোটের মাঠে নতুন।

Advertisement

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং এস এম ফজলুল হক ফজু। এই দুজন ভোটের মাঠে নতুন। দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছ থেকে তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ খান ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিএনপির মনোনয়ন পাচ্ছেন এমন গুঞ্জন শোনা গেলেও শেষ মুহূর্তে সিদ্বান্ত পাল্টে সাকার এক সময়ের কর্মী রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক মো. শওকত আলী নূরকে এ আসনে প্রার্থী করা হয়েছে। একইসঙ্গে চিঠি পেয়েছেন অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।

Advertisement

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন এ আসনের নতুন মুখ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক। এছাড়া দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদ্স্য প্রফেসর কামাল উদ্দিন মনোনয়নের চিঠি পেয়েছেন। এছাড়া বিকল্প প্রার্থী হিসেবে নুরুল আমিন আলোচনায় আছেন।

এছাড়া চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে কাতারপ্রবাসী ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন বিএনপির মনোনয়ন পেয়েছেন এমনটা শোনা যাচ্ছে।

Advertisement

চট্টগ্রাম-১০ আসনে আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনে জাফরুল ইসলাম চৌধুরী একক প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন।

আবু আজাদ/জেএইচ/আরআইপি