বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, গণমানুষের নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ মহান নেতার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য তার জন্মস্থান সিরাজগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া খায়ের। সিরাজগঞ্জে মাওলানা তর্কবাগিশ গবেষণা কেন্দ্র, রায়গঞ্জের নুরুন্নাহার তর্কবাগিশ বিশ্ববিদ্যালয় কলেজ, সলঙ্গা থানার চড়িয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ বিজ্ঞান মাদরাসা, পাটধারী মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়, সলঙ্গা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার, সলঙ্গা ফোরাম সিরাজগঞ্জ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। উলেখ্য, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ ১৯০০ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার তারুটিয়া গ্রামে এক পীর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের ১৯ আগস্ট ৮৫ বছর বয়সে ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বাদল ভৌমিক/এসএস/পিআর
Advertisement