বিনোদন

মৌকে নিয়ে বৃত্তবন্দী শতাব্দী

বউকে নিয়ে নতুন বাসায় উঠেছেন শাহেদ। বাড়িওয়ালী তার একমাত্র ছেলে রুমেলকে নিয়ে এ বাড়িতে থাকেন। ছেলেটা সারাক্ষণ চুপচাপ এবং একা থাকে। অল্প সময়ের মধ্যে বাড়িওয়ালীর সাথে সখ্যতা হয়ে যায় প্রিয়ন্তী ও শাহেদের। একদিন শাহেদ অফিসের কাজে চট্টগ্রাম যায়। অন্যদিকে বাড়িওয়ালীও তার বোনের মেয়ের বিয়েতে বেড়াতে চলে যায়। খালি বাড়িতে থেকে যায় প্রিয়ন্তী ও রুমেল। কয়েকদিন দু’জনের বেশ ভালো সময় কাটে। হঠাৎ রুমেল অনুভব করে সে প্রিয়ন্তীকে ভালোবাসে। বিষয়টি সে প্রিয়ন্তিকে খুলে বলে। এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘বৃত্তবন্দী’।সাইফুল হাফিজ খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।এলএ/পিআর

Advertisement