জাতীয়

অনুমতি নিয়ে ওয়াজ মাহফিল করা যাবে : ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিল করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা রিটার্নিং অফিসারের মনোনীত কোনো কর্মকর্তার অনুমতি নিয়ে এসব ওয়াজ-মাহফিল করতে হবে। তবে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে বক্তব্য দেয়া যাবে না।

Advertisement

মঙ্গলবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে এসব কথা বলা হয়েছে।

এর আগে ২০ নভেম্বর ভোটের আগে নতুন কোনো ওয়াজ-মাহফিলের অনুমতি প্রদান বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, ভোট গ্রহণের আগে ওয়াজ মাহফিলের অনুমতি দেয়া যাবে না। তবে ইতোমধ্যে যেসব ওয়াজ-মাহফিলের তারিখ নির্ধারণ রয়েছে, সেগুলো করা যাবে।

সর্বশেষ এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েতের বিষয়ে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের ফলে নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকে।

Advertisement

চিঠিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েতের বিষয়ে নির্বাচন কমিশন কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। পূর্ব নির্ধারিত অথবা ইতোমধ্যে অনুমোদিত ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েত অথবা অনুরুপ কোনো অনুষ্ঠান আয়োজনে বাধা নেই।

এইচএস/এসআর/জেআইএম