খেলাধুলা

রিয়ালের হ্যাটট্রিক শিরোপা

লা লিগার নতুন মৌসুমে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রীতি ম্যাচে গালাতাসারাইকে ২-১ গোলে হারিয়ে প্রাক-মৌসুমে তৃতীয় শিরোপার স্বাদ নিলো  গ্যালাকটিকোরা। এর আগে অস্ট্রেলিয়া ও চীনে প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা নিজেদের করে নিয়েছিল রাফায়েল বেনিতেজের শিষ্যরা।নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। স্বাগতিকদের হয়ে গোল করেন নাচো ফার্নান্দেজ। সতীর্থ লুকা মড্রিচের কর্নার কিক থেকে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন তিনি।কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে গালাতাসারে। ৫২ মিনিটে অতিথিদের হয়ে গোল করেন ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার।এরপরই জমে উঠে লড়াই। কিন্তু কোন দলই গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৮১ মিনিটে রিয়ালের ত্রাণকর্তা হয়ে দেখা দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। এর ফলে শিরোপা নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই ম্যাচের মধ্য দিয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রোনালদো।এমআর

Advertisement