মাঠের লড়াইয়ে এত ভয়ঙ্কর ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা আগে কেউ কখনো দেখেনি। প্রতিনিয়তই পরস্পরকে ছাড়াতে মরিয়া ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে এবার জনপ্রিয়তায় মেসিকে পেছনে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক জরিপে দেখা গেছে, গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে তারকার সঙ্গে মিলিয়ে শিশুদের নাম রাখার ক্ষেত্রে বাবা-মা`দের কাছে সিআর সেভেনই বেশি জনপ্রিয়।সদ্যোজাত নামের ক্ষেত্রে `রোনালদো` নামটাই বেশি পছন্দ বাবা-মায়েদের। সেখানে `মেসি` নাম খুব কম অভিভাবকই পছন্দ করছেন। একটি সমীক্ষায় জানা গেছে, গত বছর ১১টি শিশুর নাম রাখা হয়েছিল `রোনালদো`। সেখানে মাত্র চারটি শিশুর নাম রাখা হয়েছে `মেসি`।২০০৭, ২০০৮ সালে ২১টি শিশুর নাম রাখা হয়েছিল `রোনালদো`। তবে সি আর সেভেন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর, সদ্যোজাতর নাম তার নামে রাখার প্রবণতা কিছুটা কমেছে। ২০১৪ সালে বাচ্চাদের নাম রাখার তালিকায় শুধু রোনালদো নন, নেইমারও পেছনে ফেলেছেন মেসিকে। গত বছর মোট ৮টি শিশুর নাম রাখা হয়েছিল নেইমার।এমআর
Advertisement