একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে লুকোচুরি শুরু করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা)।
Advertisement
এ বিষয়ে সংবাদ সম্মেলন ডেকে সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘২০০ আসনে মনোনয়নপত্র দাখিল করবে জাপা। তবে মনোনয়নপত্র বাছাইয়ের পর আওয়ামী লীগের সঙ্গে মহাজোটগতভাবে প্রার্থী চূড়ান্ত করা হবে।’
মনোনয়নপত্র দেয়া শুরু হবে কবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যে এসবব বিষয় চূড়ান্ত হবে।’
সংবাদ সম্মেলনে আজ জাপার প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও ‘কৌশলগত কারণে’ তা করা হয়নি বলে জানান দলের মহাসচিব। এজন্য আরও সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি। এর কিছুক্ষণ পরই জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মহাসচিবের রুমে গিয়ে তিনি বেশ কয়েকজনকে মনোনয়নপত্র দেন। তবে মনোনয়নপত্রে আসন বা প্রার্থীর নামও নেই। এ সময় ছবি নেয়ার জন্য গণমাধ্যমকর্মীদের ডাকেন। কিন্তু একজনের ছবি দেয়ার পর আবার গণমাধ্যমকর্মীদের বের হয়ে যেতে বলা হয়।
Advertisement
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ এস এম ফয়সল চিশতি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে ঢাকা-১৭ ও রংপুর -৩ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র দেয়া হয়েছে। এ ছাড়া ঢাকা-১৩ আসনে শফিকুল ইসলাম সেন্টু ছাড়াও কয়েকজনকে মনোনয়ন দিয়েছেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।’
মহাজোটগতভাবে জাপা কয়টি আসন পেয়েছে- সে বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি রুহুল আমিন। মহাজোটের শীর্ষ নেতারা সম্মিলিতভাবে জোটের তালিকা প্রকাশ করবেন বলেও জানান জাপা মহাসচিব। এদিকে সংবাদ সম্মেলন চলাকালে তিনশ আসনে প্রার্থী চেয়ে হট্টগোল শুরু করেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় মহাসচিব উঠে চলে যান।
এমইউএইচ/এনডিএস/এমএস
Advertisement