ফিচার

দরজা থেকে বিপদ তাড়াবেন যেভাবে

অনেক পরিবারে অশান্তি যেন লেগেই আছে। বাস্তুশাস্ত্র মতে এর কারণ বাড়িতে ইতিবাচক শক্তি হ্রাস পাওয়া। তাই প্রতিটি বাড়ির সদর দরজা থেকেই তাড়াতে হবে বিপদ। বাস্তুশাস্ত্রই জানিয়ে দিচ্ছে নানা টিপস—

Advertisement

১. ঘরের সদর দরজা সব সময় পরিষ্কার রাখা উচিত। ২. রাতের বেলায় সদর দরজার সামনের আলো জ্বেলে রাখা উচিত।৩. দরজার সামনে ফুলের ছবি লাগাতে পারেন। বিশেষ করে সূর্যমুখী ফুল।

> আরও পড়ুন- গাড়িতেই হোটেলের সব সুবিধা

৪. সদর দরজায় চৌকাঠ রেখে বাইরের ধুলোবালি ঢোকা বন্ধ করতে হবে। ৫. বাইরের নোংরা ঘরে ঢুকলে ইতিবাচক শক্তি ব্যাহত হয়। ৬. বাড়ির সদর দরজায় ধর্মীয় কোনো বাণী লিখে রাখুন। ৭. যার যার ধর্মমতে বাড়ির উপরে স্রষ্টার কৃপা কামনা করুন।

Advertisement

এসইউ/পিআর