রাজনীতি

নৌকার নতুন মা‌ঝি অর্ধশতা‌ধিক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। অাওয়ামী লী‌গের অর্ধশতা‌ধিক অাস‌নে এবার নতুন ম‌নোনয়ন দেয়া হ‌য়ে‌ছে। একইস‌ঙ্গে বেশ কিছু হেভিওয়েট নেতা বাদ পড়েছেন।

Advertisement

এবার নতুন যারা ম‌নোনয়ন পে‌লেন তারা হ‌লেন- ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), সাদেক খান (ঢাকা-১৩), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), ব্যারিস্টার হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১), এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), মাহমুদ উস সামাদ চৌধ‌ুরী ক‌য়েস (সি‌লেট-৪), মো. মাজহারুল হক প্রধান (পঞ্চগড়-১), অাতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), ডাক্তার জামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১), নিজামুদ্দিন জলিল (নওগাঁ-৫), শহিদুল ইসলাম (নাটোর-১), ডাক্তার আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২) , আ ফ ম সা‌রোয়ার জাহান আলতাফ (কুষ্টিয়া-১), মোহাম্মদ শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩) , মেজর জেনারেল অব নাসির উদ্দিন (যশোর-২), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), (বাগেরহাট-২) শেখ সারহান নাসের তন্ময় (বাগেরহাট-২), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), আব্দুস সালাম মুর্শেদী (খুলনা-৪), আক্তারুজ্জামান বাবু (খুলনা-৬), শাহজাহান মিয়া (পটুয়াখালী-১), এস এম শাহজাদা (পটুয়াখালী-৩), মুহিবুর রহমান মুহিব (পটুয়াখালী-৪), জাহিদ ফারুক শামীম (বরিশাল-৫), তানভির হাসান (টাঙ্গাইল-২), আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬), মো. মুরাদ হাসান (জামালপুর-৪), মাওলানা রুহুল আমিন মাদানি (ময়মনসিংহ-৬) , মানু মজুমদার (নেত্রকোনা-১), আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২), অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), সালমান এফ রহমান (ঢাকা-১), আকবর হাসান পাঠান ফারুক (ঢাকা-১৭) , বেনজীর আহমেদ (ঢাকা-২০), ইকবাল হোসেন সবুজ (গাজীপুর-৩), আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী-২), জহিরুল হক ভূইয়া মোহন (নরসিংদী-৩), মঞ্জুরুল ইসলাম (ফরিদপুর-১), মনজুর হোসেন (ফরিদপুর-২), নেসার আহমেদ (মৌলভীবাজার-৩), মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (ব্রাহ্মণবাড়িয়া-৫), সেলিমা আহমদ মেরি (কুমিল্লা-২), মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), জাফর আলম (কক্সবাজার ১) ও রাঙ্গামাটি দীপঙ্কর তালুকদার।

উপ‌রিউক্ত অাস‌নে যারা বাদ পড়ে‌ছেন তারা হ‌লেন, অা ফ ম বাহাবু‌দ্দিন না‌ছিম, জাহাঙ্গীর ক‌বির নানক, শেখ হাফিজুর রহমান, নূর অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, রেজাউল করিম হীরা, বি এম মোজাম্মেল হক, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবদুর রহমান বদি, অনুপম শাহজাহান জয়, হাবিবুর রহমান মোল্লা, এ কে এম অাউয়াল (সাইদুর রহমান), অাবুল মাল অাবদুল মুহিত, সা‌বেক ডেপু‌টি স্পিকার শওকত অালী, ইমরান অাহমদ, নাজমুল হক প্রধান, অামানুর রহমান খান রানা, রুহুল আমিন, মো. গোলাম রব্বানী, মুহাম্মাদ আব্দুল মালেক, মো. আবুল কালাম, ম ম আমজাদ হোসেন মিলন, খন্দকার আজিজুল হক আরজু, রেজাউল হক চৌধুরী, আব্দুর রউফ, মোহাম্মদ নবী নেওয়াজ, মো. মনিরুল ইসলাম, এটিএম আব্দুল ওহাব, মো. কবিরুল হক, মীর শওকত আলী বাদশা, মুহাম্মদ মিজানুর রহমান, এস এম মোস্তফা রশিদী, শেখ মোহাম্মাদ নুরুল হক, রুহুল আমিন হাওলাদার, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মুহিবুর রহমান, বেগম জেবুন্নেছা আফরোজ, খন্দকার আসাদুজ্জামান, খন্দকার আব্দুল বাতেন, মুহাম্মদ মামুনুর রশিদ, এম এ হান্নান, ছবি বিশ্বাস, আরিফ খান জয়, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, সালমা ইসলাম, এস এম আবুল কালাম আজাদ, এম এ মালেক, অ্যাডভোকেট রহমত আলী, কামরুল আশরাফ খান, মো. সিরাজুল ইসলাম, সৈয়দা সাজেদা চৌধুর, সৈয়দা সায়রা মহসিন, ফয়জুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, রহিম উল্লাহ, মোহাম্মদ ইলিয়াস ও উষাতন তালুকদার।

এফএইচএস/জেএইচ

Advertisement