রাজনীতি

৯ আসনে দুজন প্রার্থী আওয়ামী লীগে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের চিঠি দিতে শুরু করেছে আওয়ামী লীগ।

Advertisement

রোববার (২৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি বিতরণ কার্যক্রম শুরু হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৩০টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, আট আসনে দুজন করে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

Advertisement

আসনগুলো হলো -

জামালপুর-৫ আসনে রেজাউল করিম হিরার পাশাপাশি নাম আছে ইঞ্জিনিয়ার মোজাফফর আহমেদের।

ঢাকা-৭ আসনে হাজী মো. সেলিমের পাশাপাশি নাম আছে ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের সভাপতি আবুল হাসনাতের।

বরিশাল-৫ আসনে জেবুন্নেসা আফরোজের পাশাপাশি নাম আছে কর্নেল (অব.) জাহিদ ফারুকের।

Advertisement

লক্ষীপুর-৩ আসনে বেসামরিক বিমান পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের পাশাপাশি নাম আছে গোলাম ফারুকের।

ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লার পাশাপাশি নাম আছে কাজী মনিরুল ইসলাম মনুর।

কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফের পাশাপাশি নাম আছে মশিউর রহমান হুমায়ুনের।

পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজের পাশাপাশি নাম আছে সামসুল হক রেজা।

চাঁদপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন আলমগীরের পাশাপাশি নাম আছে গোলাম রহমানের।

বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পাশাপাশি নাম আছে মো. জাহাঙ্গীর কবিরের।

এইউএ/এএইচ/জেআইএম