রাজনীতি

মধ্যবর্তী নির্বাচনের দাবি করার কেউ নেই : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে বিরোধী দল বলতে কেউ নেই তাই মধ্যবর্তী নির্বাচনের দাবি করারও কেউ নেই। বুধবার সকালে রংপুরে তার পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক জানিয়ে এরশাদ বলেন, দেশে এখন সুশাসন আর আইনের শাসনের বড়ই অভাব। প্রতিদিন শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে, নিহত হচ্ছে। পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটা সরকারের চরম ব্যর্থতা। সরকারের মন্ত্রী সভায় থাকা দলের সদস্যদের পদত্যাগ করা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, দলের প্রেসিডিয়ামের সভা ডেকে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এতো তাড়াতাড়ি নয় একটু দেরিতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। মতবিনিময়কালে এরশাদের ছোট ভাই সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির, সংসদ সদস্য শাহানারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সকালে এরশাদ ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে রংপুরে তার পল্লীনিবাস বাস ভবনে যান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসএস/পিআর

Advertisement