খেলাধুলা

ওয়ানডে খেলব ইনশাআল্লাহ, টেস্টটা ফিফটি-ফিফটি : তামিম

এশিয়া কাপে খেলতে গিয়ে সেই যে কব্জির চোটে পড়লেন, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পুরো সিরিজটাই খেলা হলো না তামিম ইকবালের। তবে তিনি নিজেই ভীষণ আশাবাদি ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেই ফিরতে পারবেন।

Advertisement

এর মধ্যেই জিম্বাবুয়ে সিরিজ চলার সময় অনুশীলন করতে গিয়ে আবার তামিম পড়লেন সাইড স্ট্রেনের চোটে। যা হওয়ার তাই হলো, ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন দেশসেরা ওপেনার।

শুধু চট্টগ্রাম টেস্ট নয়, ৩০ নভেম্বর থেকে শুরু ঢাকা টেস্টেও তামিম খেলতে পারবেন কি না সেটা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়।

শনিবার রাতে জাগো নিউজের সঙ্গে আলাপকালে তামিম জানান, ‘ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারব কি-না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। এখনো আমার খেলার সম্ভাবনা ৫০-৫০।’

Advertisement

ইনজুরি কাটানোর পরও সেভাবে পর্যাপ্ত ব্যাটিং প্র্যাকটিস করার সুযোগ হয়নি। এর মধ্যে ওমরাহ করার কারণে কদিন দেশেই ছিলেন না। তাই অনেকেরই প্রশ্ন চট্টগ্রামে যে স্পিনিং ট্র্যাকে খেলা হয়েছে, হয়তো ঢাকার শেরে বাংলার স্টেডিয়ামেও ওমন স্পিন বান্ধব উইকেটেই খেলা হবে। কম প্র্যাকটিসের সুযোগ পাওয়া তামিম এ ধরণের উইকেটে খেলতে নেমে না আবার অস্বস্তিতে পড়েন!

কিন্তু তামিম ওমন ভাবতে নারাজ। তিনি মনে করছে, মাঠে নামলে নিজের সেরাটাই দিতে পারবেন। দেশসেরা ওপেনার বলেন, 'উইকেট নিয়ে ভাবছি না। আমার বিশ্বাস ও আস্থা আছে, মাঠে নামতে পারলে নিজের মতোই খেলতে পারব।'

তবে শেষ পর্যন্ত যদি ঢাকা টেস্টে খেলা না-ই হয়, তবে অন্ততপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে চান তামিম। দেশসেরা ওপেনার বলেন, 'আমি ওয়ানডে সিরিজে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত। আমার বিশ্বাস, আমি খেলতে পারব।'

এআরবি/এমএমআর/পিআর

Advertisement