ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত সহধর্মিনী শুভ্রা মুখার্জীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহন করা ভিভিআইপি ফ্লাইট-১০৯৭ সকাল ৮টার দিকে দিল্লিতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহেনা, তনয়া সায়মা ওয়াজেদ পুতুল ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। শেষকৃত্য অনুষ্ঠান শেষে বুধবার ৬টার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার সকাল ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধানমন্ত্রী দশটার দিকে দিল্লিতে রাষ্ট্রপতির বাসভবনে অবস্থান করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত সহধর্মিনী শুভ্রা মুখার্জী মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে মারা যান। তিনি অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শুভ্রার বাবার বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। সর্বশেষ ২০১৩ সালে প্রণব মুখার্জীর বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জী নড়াইলে তার পৈতৃক বাড়িতে এসেছিলেন। # দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী# শেখ হাসিনার সঙ্গে শুভ্রাদেবীর সম্পর্ক দিদি-বোনেরএসএ/এএইচ/পিআর
Advertisement