দেশজুড়ে

কুমিল্লায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কুমিল্লায় ইয়াসিন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গোমতী নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

ওই শিশু জেলার চান্দিনা উপজেলার ঘাটিগড়া গ্রামের শাহ আলমের পুত্র। সদর উপজেলার আড়াইওড়া গ্রামে তারা বাসা ভাড়া নিয়ে থাকতো।

কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বকশী জানান, সন্ধ্যায় বস্তার মুখ খোলা অবস্থায় একটি শিশুর রক্তমাখা মুখ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি শিশুর রক্তমাখা মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে রাতে থানায় গিয়ে ওই শিশুর স্বজনরা মরদেহ শনাক্ত করে।

রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Advertisement

কামাল উদ্দিন/জেএইচ