আন্তর্জাতিক

বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহত ৫০

বাগদাদে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। চিকিৎসা কর্মকর্তা এবং স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি এবং আল জাজিরা এ খবর জানিয়েছে।শনিবার রাতে বাগদাদের শিয়া নিয়ন্ত্রিত পশ্চিম অংশে দুটি গাড়িবোমা বিস্ফেরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়। এর কিছুক্ষণ পর একই এলাকায় তৃতীয় গাড়িবোমা হামলার ঘটনাটি ঘটে। এতে আরো ১২ জন নিহত এবং ৪০ জন আহত হয়।আল জাজিরা প্রতিনিধি ইমরান খান বাগদাদ থেকে জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বোমাগুলি বিস্ফোরিত হয।তিনি আরো জানান, ‘বাগদাদে শনিবার যে হামলাগুলো চালানো হয়েছে সাধারণত আনবার প্রদেশে ইসলামিক স্টেটের যোদ্ধারা এ ধরণের হামলা করে থাকে।’এর আগে শনিবার বাগদাদ থেকে ২৮ কিলোমিটার দূরে তারমিয়াহ এবং মিসহাহদা শহরের মধ্যবর্তী এলাকায় এক বাজারে বোমা হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। ওই হামলায় কমপক্ষে সাত জন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছে। এই এলাকাতেই ইরাকি সেনারা দেশটির  উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা দখলে নেয়া ইসলামিকে স্টেটের জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।এছাড়া শনিবার বাগদাদ থেকে ৯০ কিলোমিটার দূরের উদাইম শহরে ফ্রেন্ডলি ফায়ারিংয়ে প্রাণ হারিয়েছে আরো চার সেনা। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার আইএসের হাতে আহত ইরাকি সেনাদের হাসপাতালে নেয়ার সময় আইএস যোদ্ধা মনে করে তাদের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় স্বেচ্ছাসেবী শিয়া যোদ্ধারা। এতে ওই চার সেনা নিহত হয়েছে। আইএসের জঙ্গিরা ইরাকে দখল অভিযান চালানোর কারণে দেশটির সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা  বৃদ্ধি পেয়েছে।

Advertisement