মেমফিস ডিপাইয়ের দুর্দান্ত পারফরমেন্সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বেলজিয়ামের দল ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে এক পা দিয়ে রাখল রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে শুরুটা মোটেও ভাল করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ৮ মিনিটে মাইকেল ক্যারিকের ভুলে পিছিয়ে পরে লুইস ফন হালের শিষ্যরা। ভিক্টর ভাজকুয়েজের নেয়া ফ্রি কিক থেকে বল বিপদ মুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন এই ইংলিশ মিডফিল্ডার। এক গোলে পিছিয়ে থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠেন স্বাগতিকরা। আর শুরু হয় মেমফিস ডিপাইয়ের অতিমানবীয় পারফরমেন্স। গোল খাওয়ার পাঁচ মিনিট পর দলকে সমতায় ফেরান এই ডাচ মিডফিল্ডার। মাইকেল ক্যারিকের দুরপাল্লার শট বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বল নিয়ে হেড দিয়ে বল নিয়ন্ত্রণে নেন। এরপর পাঁচ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই নবীন তারকা। ৪৩ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দেন ডিপাই। ব্লিন্ডের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি বাঁকানো শটে পরাস্ত করেন গোলরক্ষককে। ম্যাচের শেষ মুহূর্তে গোল না করতে পারলেও গোল করিয়ে দলকে এগিয়ে নেন ডিপাই। তার ক্রস থেকে পাওয়া বলে হেড করে গোলটি করেন বেলজিয়ামের মারোয়নি ফেলাইনি। উল্লেখ্য, ২৬ অগাস্ট ক্লাব ব্রুজের মাঠে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচ। আরটি/এআরএস/পিআর
Advertisement