প্রবাস

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি রায়হান

জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে আয়োজিত তিজান আন নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ বছর প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের শিশু ক্বারী হাফেজ আবু রায়হান। এ ছাড়াও কেরাত প্রতিযোগিতায়ও ৪র্থ স্থান অর্জন করেছে। রোববার দেশটিতে অবস্থানরত মুফতি আব্দুল কাইউম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

হাফেজ আবু রায়হান নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। আব্দুল কাইউম জানান, শিশু ক্বারী আবু রায়হান হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ ফেব্রুয়ারি কাতার যায়। সেখানে সারা বিশ্বের ৫০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে।

আবু রায়হানের এই অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এ বিজয়কে সমগ্র বাংলাদেশের মানুষের বিজয় বলে উল্লেখ করেন তিনি।

আবু রায়হান ছাড়াও এই প্রতিযোগিতায় আরও দু’টি পুরস্কার পেয়েছে বাংলাদেশ। হিফজুল কুরআন বিভাগে ২য় স্থান অর্জন করেছে ঢাকার তানযিমুল উম্মাহ মাদরাসার ছাত্র হাফেজ হাফেজ আবু রায়হান। আর কেরাত বিভাগে ৩য় হয়েছে তাহফিজুল কোরআন ওয়াস্নান্নাহ মাদরাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাছান।

Advertisement

এমআরএম/জেআইএম