ইসলামী বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনোদন ও মাইন্ড ফ্রেশনেসের সঙ্গে সঙ্গে গবেষণার উপযোগী করে বিশ্ববিদ্যালয়ের ঝিল ও তার আশপাশের এলাকায় বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া ঝিল সংলগ্ন তিন একর জমির উপর গড়ে তোলা হবে বোটানিক্যাল গার্ডেন।
Advertisement
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড় সংলগ্ন এলাকা পরিদর্শন করে এমন ঘোষণা দেন উপচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী।
এ সময় তিনি আরও বলেন, বোটানিক্যাল গার্ডেনে স্থান পাবে বনজ, ফলজ, ঔষধী, ভেষজসহ সকল ধরনের বৃক্ষ। জীববিজ্ঞান অনুষদের অধীনে এই গার্ডেন পরিচালিত হবে। এই গার্ডেন সংরক্ষণ ও ওই এলাকার নিরাপত্তার জন্য দুইটি ওয়াচ টাওয়ারও করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, রোজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মোক্তার হোসেন, অধ্যাপক জাকারিয়া রহমান ও প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল প্রমুখ।
Advertisement
জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মোক্তার হোসেনের তত্ত্বাবধানে এই গার্ডেন তৈরি করা হবে।
তিনি সাংবাদিকদের বলেন, পরিবেশের জন্য ভারসাম্যপূর্ণ এবং সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষসহ গবেষণার জন্য বিভিন্ন ধরনের বৃক্ষে সজ্জিত হবে গার্ডেনটি।
ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/জেআইএম
Advertisement