ক্যাম্পাস

তারুণ্যকে কাজে লাগাতে জীবনমুখী শিক্ষা দিতে হবে

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, তরুণরাই বাংলাদেশের জন্ম দিয়েছে। সালাম বরকতের মতো তরুণদের রক্তে জন্মেছে বাংলাদেশ। তবে আজকের তরুণদের যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নেই। এই তারুণ্যকে কাজে লাগাতে জীবনমুখী শিক্ষা দিতে হবে। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিংক আপ আয়োজিত ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

Advertisement

ড. আতিউর রহমান আরও বলেন, গত দশ বছরে দেশের যে অর্থনৈতিক পরিবর্তন এসেছে তা বিস্ময়কর। ১৯৭২ সালে অর্থনীতির আকার ছিল ৮ বিলিয়ন ডলার। আমরা দারিদ্র দূর করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছি। সুন্দর সমাজ গড়তে চেয়েছি। এই তারুণ্যকে কাজে লাগাতে হলে তাদের শিক্ষিত এবং প্রশিক্ষণ প্রদান করতে হবে। দেশের অর্থনীতির নেতৃত্ব দেবে তরুণরা। বাংলাদেশ আগামীতে আরও এগিয়ে যাবে। টেকসই উন্নয়ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের দায়িত্বের কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, টেকসই উন্নয়ন হলো আজকে আমরা যা করছি, আগামী দিনের যারা নাগরিক হবে তাদের জীবনে যেন কোনো সমস্যা তৈরি না হয়। এমনভাবে পণ্য ব্যবহার করবো, সম্পদ ব্যবহার করবো যাতে আমাদের সন্তানরা সেই সম্পদ থেকে বঞ্চিত না হয়।

এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোক্তা তৈরির জন্য ইনোভেশন ল্যাবের ব্যবস্থা রাখার দাবি রাখেন ড. আতিউর রহমান। ওয়ার্ল্ড লিংকআপ এর অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের সমন্বয়ক হিয়া মুবাশ্বিরা ও বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী জুয়েল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড লিংক আপের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম বিল্লাহ।

সালমান/এমএএস/জেআইএম

Advertisement