ইতিহাস গড়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে গুড়িয়ে দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের এই ম্যাচে ট্রাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়েছে বাংলার দামাল কিশোরেরা।ফাইনালের মহারণে দুর্দান্ত খেলে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ দলপতি শাওন হোসাইন। পুরো ম্যাচে দারুণ সব ট্যাকল করেছেন শাওন। কখনো বা রক্ষণে বিপদমুক্ত করেছেন বাংলাদেশকে।অন্যদিকে ফাইনালে সাসপেনশনে পড়ে খেলা হয়নি সরওয়ার জামান নিপুর। কিন্তু গোটা টুর্নামেন্টে ছিলেন দুরন্ত। ছিলেন সপ্রতীভ। দারুণ খেলার উপহার স্বরূপ টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।শাওনের হাতে পুরস্কার তুলে দেন সিলেট জেলাা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম। অন্যদিকে নিপুর হাতে পুরস্কার তুলে দেন সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন কমিটির সেক্রেটারি সত্যজিৎ দাশ রুপু।ছামির মাহমুদ/বিএ
Advertisement