অর্থনীতি

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে কাট্টালি টেক্সটাইল

গেল সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল কাট্টালি টেক্সটাইল লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটে।

Advertisement

শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৪৭ কোটি ৯ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৭ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৫ দশমিক ৪৮ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩২ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৫ টাকা ৯০ পয়সা।

কাট্টালি টেক্সটাইলের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল আলহাজ টেক্সটাইল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ২২ দশমিক ৩৬ শতাংশ। এরপরই রয়েছে ন্যাশনাল টি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক শূন্য ৪ শতাংশ।

Advertisement

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা রেকিট বেনকিজারের ১৬ দশমিক ৯৪ শতাংশ, এমবি ফার্মার ১৬ দশমিক ১৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালের ১২ দশমিক ৫০ শতাংশ, এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৭০ শতাংশ, জেড গ্রুপের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ১০ দশমিক ৬৪ শতাংশ, আর্গন ডেনিমের ১০ দশমিক ৫১ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১০ দশমিক ২৪ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/জেডএ/পিআর