অর্থনীতি

দেড় হাজার কোটি টাকার মূলধন ফিরে পেল ডিএসই

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের (১৮-২২ নভেম্বর) মধ্যে চার কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থান হয়েছে। এতে সপ্তাহটিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন ফিরে পেয়েছে দেড় হাজার কোটি টাকার ওপরে।

Advertisement

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৮১ হাজার ৩৩৯ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৬২ কোটি টাকা।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৪ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ।

অপর দুটি সূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১২ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ২ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১৯ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ২ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ।

Advertisement

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৬৩টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ৩৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫৫২ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৪০ লাখ টাকা বা ১৮ দশমিক ৮৮ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২৯ কোটি ৪০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৭৬৪ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ১৩৫ কোটি ৩৯ লাখ টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ।

আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হওয়ার কারণে দৈনিক গড় লেনদেন বাড়লেও মোট লেনদেনের পরিমাণ কমেছে। ঈদে মিলাদুন্নবীর কারণে বুধবার শেয়ারবাজারে লেনদেন হয়নি।

Advertisement

গত সপ্তাহে মোট লেনদেনের ৮২ দশমিক ৮৭ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এ ছাড়া বাকি ১ দশমিক ৪০ শতাংশ ‘বি’, ১২ দশমিক ৪৬ শতাংশ ‘এন’ কোম্পানির শেয়ারের এবং ৩ দশমিক ২৬ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ১১৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৪ দশমিক ৪৩ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১১৩ কোটি ৩৯ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৪ দশমিক ৩১ শতাংশ। ৯৯ কোটি ৫ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড।

লেনদেনে এরপর রয়েছে সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সায়হাম কটন, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ওয়াটা কেমিক্যাল।

এমএএস/এসআর/এমএস