জাতীয়

নিরাপদ কর্মস্থল চান পোশাক শ্রমিকরা

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ৬ বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণে গ্রিন বাংলা গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সংগঠনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রমিককর্মী ঐক্য পরিষদের জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন।

এ ছাড়াও বক্তব্য রাখেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সুইটি আক্তার, অর্থ সম্পাদক মাকরুখা আক্তার, প্রচার সম্পাদক লিমন হাওলাদার, সুমি আক্তার, তাহেরুল ইসলাম, কিউ পয়েন্ট শ্রমিক ইউনিয়ন নেতা মো. রুবেল, ভাজ অ্যাপারেলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মিলন বাড়ৈ, আহম্মদ ফ্যাশন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দফতর সম্পাদক রিনা আখতার ও লিডেল ফ্যাশন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন গার্মেন্টে ২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ১১২ শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহত হয়। ভয়াবহ দুর্ঘটনায় পোশাক কারখানার নয়তলা ভবনের ছয়তলার আগুনে ভস্মীভূত য় হয়। তাজরীন অগ্নিকাণ্ডে ছয় বছর পূর্ণ হলেও অদ্যাবধি ঘটনা তদন্ত প্রতিবেদনে প্রকৃত দায়ী ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

Advertisement

অবিলম্বে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের পুনর্বাসনসহ সকল গার্মেন্ট শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানান বক্তারা।

এমইউ/জেইউ/এমআরএম/এমএস