জাতীয়

১৮ আগস্ট ২০১৫ : ছবিতে সারাদিন

একটি ছবি হাজার শব্দের সমান। চীনা এই প্রবাদকে স্বার্থক করতে জাগো নিউজের পাঠকদের জন্য ছবির মাধ্যমে আজকের ঢাকা ও চলমান ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো-সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুরা রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে তিন/চার দিন ধরে অপেক্ষা করেও ভিসা জটিলতায় সৌদি আরবে যেতে পারছেন না।রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুলতানা কামাল মিলনায়তনে মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে আটকের পর মঙ্গলবার রাজধানীর পান্থপথের সাম‍ুরাই কনভেনশন সেন্টারের চিত্র।সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) মানববন্ধন।মঙ্গলবার রাজধানীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ।

Advertisement

জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার ইঞ্জিনিয়াস ইনস্টিটিউশন আয়োজিত মানববন্ধন।শিশু হত্যা ও নারী নির্যাতন বন্ধের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।পান্থপথ এলাকার সামারাই কনভেনশন সেন্টারে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।শওকত মাহমুদের গ্রেফতারের খবরে ডিবি কার্যালয়ে জামা-কাপড় ওষুধ ও খাবার নিয়ে অপেক্ষায় থাকলেও স্বামীর দেখা পাননি তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ।আরআইপি