বিনোদন

ছোট বেলায় মেয়ের সাজে থাকতেন কবীর সুমন

ছোট বেলায় তিনি ফ্রক পরে থাকতেন৷ শুধু তাই নয়৷ মেয়েদের মতো লম্বা চুলও রাখতেন তিনি৷ তিনি কবীর সুমন৷ তার ইচ্ছায় নয়৷তার মায়ের ইচ্ছায়-ই কবীর সুমনকে ফ্রক আর লম্বা চুল রাখতে হতো৷কারণ, তার মায়ের সাধ ছিল একটি কন্যাসন্তানের৷ অথচ, জন্ম হয় কবীর সুমনের (তখন অবশ্যই তিনি কবীর হননি)৷তার সাঙ্গীতিক আত্মজীবনীর ষষ্ঠ পর্বে এমনই বলেছেন সাংবাদিক-সঙ্গীতশিল্পী কবীর সুমন৷শনিবার তার ‘মাই মিউজিক্যাল অটোবায়োগ্রাফি’র ষষ্ঠ পর্বের প্রকাশ পেয়েছে৷ গত চার সেপ্টেম্বরের ভোরে, আত্মজীবনীর ওই পর্বের তিনি ভিডিও রেকর্ডিং করেছেন৷তার সাঙ্গীতিক আত্মজীবনীতে কবীর সুমন বলেছেন, মেয়ের সাধ পূরণ না হওয়ায় তার মা হতাশ হয়ে পড়েন৷ তার দাদা রয়েছেন৷ যে কারণে ফের এক ছেলের জন্ম হওয়ায়, তার মায়ের ওই হতাশা দেখা দেয়৷ আর, যে কারণে ছোট বেলায় তার মা তাকে ফ্রক পরিয়ে রাখতেন এবং তার চুল মেয়েদের মতো লম্বা করে রাখতেন৷তবে, ফ্রক আর মেয়েদের মতো লম্বা চুলের বিষয়ে তখন অবশ্য সেভাবে বিন্দুমাত্র ভাবনার অবকাশই পেতেন না তিনি৷ কারণ, তখন তার বয়স মাত্র দেড়-দুই বছর হবে৷আর, তখন থেকেই সুর তার মাথায় ঘুরে বেড়াত৷ ফ্রক পরে লম্বা চুলে তিনি খেলতেন৷ আর, খেলতে খেলতেই গানের সুর তার মাথায় ঘুরে বেড়াত৷

Advertisement