ফরমেট যত ছোট হচ্ছে, ব্যাটসম্যানরা যেন ততই ভয়ংকর হয়ে উঠছেন। টি-টেন ক্রিকেটে মোহাম্মদ শাহজাদই যেমন ঘটিয়ে বসলেন বিধ্বংসী এক কাণ্ড। আফগানিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মাত্র ১৬ বলে খেলেছেন ৭৪ রানের হার না মানা এক ইনিংস। বিশ্বাস হয়!
Advertisement
বুধবার দুবাইয়ে টি-টেন লিগে রাজপুতের হয়ে এই ইনিংসটি খেলেছে শাহজাদ। ৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তারা মাত্র ৪ ওভারেই তুলে ফেলে ৯৬ রান। জিতে যায় ১০ উইকেটের বড় ব্যবধানে।
রান তাড়ায় শাহজাদের এই রেকর্ডে সঙ্গী ছিলেন নিউজিল্যান্ডের আরেক মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। এই দুজনের ওপেনিং জুটিতে ২৪ বলেই সিন্ধিসকে হারিয়ে দেয় রাজপুত।
শাহজাদের ১৬ বলে ৭৪ রানের ইনিংসটি টি-টেন ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। এই ইনিংসের পথে ১২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন আফগান ব্যাটসম্যান, যেটিও টি-টেনে প্রথম।
Advertisement
শাহজাদের এই ইনিংসে ছিল না কোনো ডট বল। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৬ বলের মধ্যে ৮টি বলই মেরেছেন ছক্কা। আসলেই অবিশ্বাস্য!
এমএমআর/আরআইপি