খেলাধুলা

স্পিনাররা ভালো, বাংলাদেশের ব্যাটসম্যানরাও ভয়ংকর : ব্রেথওয়েট

একটা সময় এই বাংলাদেশকে বলে কয়েই উড়িয়ে দিতো প্রতিপক্ষরা। ওয়ানডেতে উন্নতি করার পরও টেস্টে বেশ পিছিয়ে ছিল টাইগাররা। তবে এখন সময় বদলেছে। বছর দুয়েক ধরে টেস্টেও ধারাবাহিকভাবে ভালো করছে দলটি। বাংলাদেশের এই উন্নতি এড়িয়ে যাচ্ছেন না সফরকারি ওয়েস্ট ইন্ডিজ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। বরং টাইগার দলের প্রশংসাই করেছেন তিনি।

Advertisement

দুই দলের মুখোমুখি সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত জুলাইয়ে ঘরের মাঠে ক্যারিবীয়রা ২-০ ব্যবধানে হারায় টাইগারদের।

কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে দুই দলের প্রথম টেস্ট। এবার বাংলাদেশের মাঠেও কি তেমন কিছু হবে? ব্রেথওয়েট অবশ্য মনে করছেন, অাগের সিরিজের কথা মাথায় আনাই ঠিক হবে না তাদের। তিনি বলেন, ‘আমরা যে পিচে খেলেছিলাম, সেটা থেকে এবার অবশ্যই আলাদা হবে। তবে আমরা পেস বা স্পিন বোলিংয়ে যা করেছিলাম, সেটা এখানেও করতে হবে। যদিও আমরা অতীতের সিরিজ নিয়ে ভাবছি না। আমাদের নিজেদের পরিকল্পনামতো খেলতে হবে। সেটা হলে উপরে থাকতে পারব।’

বাংলাদেশের এই দলটি অনেক উন্নতি করেছে, মানতে দ্বিধা নেই ব্রেথওয়েটের। সিরিজটা তাই সহজ হবে না বলেই মত ক্যারিবীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়কের, ‘আমার মনে হয় এটা অন্যরকম হবে। আমরা আগেও এখানে কয়েকটি ম্যাচ জিতেছি, তবে এবারের দলটি আরও শক্তিশালি। বিশেষ করে বাংলাদেশের স্পিনাররা খুব ভালো করছে। আগের মতো হবে না, আরও চ্যালেঞ্জিং হবে। তাদের ব্যাটসম্যানরাও এখানে খুব ভয়ংকর। আমরা সেটা জানি। আমরা জানি কাজটা সহজ হবে না।’

Advertisement

ক্যারিবীয়দের জন্য দুঃসংবাদ দুটি। এক, চোট কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই, ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে। ব্রেথওয়েট অবশ্য মনে করছেন, হোল্ডারের অভাব পূরণ করার মতো খেলোয়াড় আছে তাদের দলে। তিনি বলেন, ‘সে অবশ্যই আমাদের দলের নেতা। তবে আমি মনে করি, এখানে তার স্থলাভিষিক্ত হওয়ার মতো খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, আমরা এই সফরে ভালো করব।’

এমএমআর/পিআর