জাতীয়

বঙ্গবন্ধুর স্মরণ অনুষ্ঠানে কেউ তালি দেবেন না : আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শ্রমিক লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করতে এসেছি, উৎসব করতে আসিনি। তাই আপনারা কেউ তালি দেবেন না। মঙ্গলবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির এ কথা বলেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।  সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কে বলে বঙ্গবন্ধু নেই? এখনো তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন। তিনি এখনও জীবিত। আমাদের হৃদয় থেকে তিনি মরেননি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে তার নাম ও আদর্শকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু উনি তিলে তিলে মহান হয়ে উঠেছেন।তিনি বলেন,  গ্রামে-গঞ্জে এবার মানুষ প্রজেক্টরের মাধ্যমে তার প্রমাণ্য চিত্র দেখেছে। গ্রামের মানুষ তাকে প্রমাণ্য চিত্রের মাধ্যমে আবার আবিষ্কার করেছে। অনেকে চেয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে। কিন্তু বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলবে এমন শক্তি পৃথিবীতে নেই। জনপ্রশাসনমন্ত্রী বলেন, আমাদের শোককে শক্তিতে পরিণত করতে হবে। শেখ হাসিনা বাংলার তিন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করছেন। তার নেতৃত্বে আমাদের জীবদ্দশায় আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব বলে আশা করি।আশরাফ বলেন, আমরা সার্বজনীনভাবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছিলাম। এ আহ্বানে মিডিয়া স্বত:স্ফুর্তভাবে সাড়া দিয়েছে। এ বছর যতো লোক ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়েছে গত ১০ বছরেও তত লোক দেখিনি।সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ। এএসএস/এসকেডি/আরআইপি

Advertisement