নীলফামারী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন (৭৫) মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে প্রথম দফা নামাজে জানাজা শেষে পুলিশের একটি চৌকস দল তার মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এরপর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বাদ আছর দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার নওখৈ গ্রামের বাড়িতে। বাদ এশা সৈয়দপুর হাইস্কুল মাঠে সর্বশেষ নামাজে জানাজা শেষে সৈয়দপুর হাতিখানা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, জেলা চেম্বারের সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু প্রমুখ।এছাড়া বাংলাদেশ সরকারে পক্ষে জেলা প্রশাসক জাকির হোসেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী মরহুমের বাসভবনে এসে তার পরিবারের প্রতি সমবেদনা জানায়। জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি
Advertisement