বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করতে হবে। যে অনুসরণের মধ্যে থাকবে না কোনো লোভ লালসা। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করে গেছেন সেই অঙ্গীকার পালনে সচেষ্ট হতে হবে আমাদের সকলকে। যা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো মজবুত করতে সক্ষম করবে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হকের সভাপতিত্বে শোক সভায় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও জেলার ছয় উপজেলা, ৪ পৌরসভা ও ৬০ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ডা. মজিবুল হাসান শাহিন, অ্যাড. আলিমুদ্দিন বসুনিয়া প্রমুখ।জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি
Advertisement