অর্থনীতি

দুই প্রকল্পে ব্যয় বাড়ল ৫৪৬ কোটি টাকা

দুই প্রকল্পে ব্যয় বেড়েছে ৫৪৬ কোটি ৫৩ লাখ টাকা। প্রকল্পের ব্যয় বৃদ্ধি সংক্রান্ত দুটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Advertisement

মঙ্গলবার (২০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ প্রতিরক্ষা ও নিষ্কাশন ‘প্রথম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের চুক্তির অতিরিক্ত কাজ বাস্তবায়নের নিমিত্ত ব্যয় বেড়েছে ৫০৭ কোটি ৩৪ লাখ টাকা।

Advertisement

এর আগে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল এক হাজার ১২৪ কোটি ৩২ লাখ টাকা। ব্যয় বেড়ে বর্তমান ব্যয় দাঁড়ালো এক হাজার ৬৩১ কোটি ৬৬ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী।

অতিরিক্ত সচিব বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘সাসেক রোড কানেকটিভিটি প্রোজেক্ট : ইমপ্রুভমেন্ট অব বেনাপোল অ্যান্ড বুড়িমারি স্থল বন্দর’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘ইমপ্রুভমেন্ট অব বেনাপোল স্থল বন্দর’ প্যাকেজের ব্যয় বৃদ্ধিরও একটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

এ প্যাকেজ বাস্তবায়নে আগে ব্যয় ধরা হয়েছিল ৮৮ কোটি ৫৮ লাখ টাকা। প্রকল্পটিতে ৩৯ কোটি ১৯ লাখ টাকা বেড়ে বর্তমানে ব্যয় দাঁড়ালো ১২৭ কোটি ৭৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে যৌথভাবে বাংলাদেশ সরকার ও এশিয় উন্নয়ন ব্যাংক।

এমইউএইচ/এমএআর/পিআর

Advertisement