আন্তর্জাতিক

কৃত্রিম বৃষ্টি ঝরাচ্ছে ভারত!

নয়াদিল্লির বায়ুদূষণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। এমন অবস্থায় বায়ু থেকে বিষাক্ত দূষণের মাত্রা কমিয়ে আনতে কৃত্রিম বৃষ্টি ঝরানো হতে পারে বলে পরিকল্পনা করছে ভারত। দেশটির ইউনিয়ন মন্ত্রী মহেশ শর্মার বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

Advertisement

ভারতীয় এই মন্ত্রী বলেছেন, পরিস্থিতির অবনতি ঘটলে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি ঝড়ানোর জন্য কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বলেন, ভারতের মতো উন্নয়নশীল একটি দেশে ক্রমবর্ধমান বায়ু দূষণ একটি উদ্বেগের বিষয়।

আরও পড়ুন : হোটেলে নেয়ার পথে ১১০০ কেজি কুকুরের মাংস উদ্ধার!

কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে, যদি বায়ুর মান ৫০০ অতিক্রম করে তাহলে তারা কর্তৃপক্ষকে কৃত্রিম বৃষ্টিপাত তৈরির জন্য অনুরোধ জানাবে। অথবা দিল্লিজুড়ে কৃত্রিম মেঘ ছড়িয়ে দেয়া হবে। আমাদের বিজ্ঞানীদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বায়ুদূষণের মাত্রা কমিয়ে আনতে কাজ করছে। তবে কৃত্রিম বৃষ্টি বর্ষণে সব ধরনের প্রক্রিয়া এখন চলমান রয়েছে।

Advertisement

মঙ্গলবার ভারী কুয়াশা ও ধুলায় আচ্ছন্ন হয়ে পড়েছে দিল্লি। শহরের বেশ কিছু এলাকায় বায়ু দূষণের মাত্রা একেবারে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

এসআইএস/জেআইএম