দেশজুড়ে

চট্টগ্রাম বিভাগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

চট্টগ্রাম বিভাগের ৩৬টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ (মঙ্গলবার)।

Advertisement

সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার নেবেন দলটির পার্লামেন্টারি বোর্ড।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন জাগো নিউজকে জানান, আজ চট্টগ্রাম বিভাগে ৩৬টি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিভাগের মোট মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা জানা নেই, তবে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১২১ জন দলীয় মনোনয়ন ফরম জমা দেন। সাক্ষাৎকার দেয়ার জন্য চট্টগ্রামের বেশির ভাগ মনোনয়ন প্রত্যাশী ও তাদের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছেন।

চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসন গুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ ও সরাইল), ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর), ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর), ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর-নবীনগর), কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা), কুমিল্লা-২ (হোমনা-তিতাস), কুমিল্লা-৩ (মুরাদনগর), কুমিল্লা-৪ (দেবীদ্বার) কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং), কুমিল্লা-৬ (সদর অংশবিশেষ), কুমিল্লা-৭ (চান্দিনা), কুমিল্লা-৮ (বরুড়া), কুমিল্লা-৯ (লাকসাম), কুমিল্লা-১০ (কুমিল্লা সদর-নাঙ্গলকোট), কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম), চাঁদপুর-১ (কচুয়া)।

Advertisement

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ), চাঁদপুর-৩ (সদর-হাইমচর), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ), চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ), ফেনী-১ (পরশুরাম-ছাগলনাইয়া-ফুলগাজী), ফেনী-২ (সদর), ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁইয়া), নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি), নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ), নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর), নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর), লক্ষ্মীপুর-৩ (সদর), লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর)।

চট্টগ্রাম-১ (মিরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং), চট্টগ্রাম-১১ (বন্দর), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া), চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া), কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী), কক্সবাজার-৩ (সদর-রামু), কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ), খাগড়াছড়ি (খাগড়াছড়ি জেলা), রাঙ্গামাটি (রাঙ্গামাটি জেলা) ও বান্দরবান (বান্দরবান জেলা)।

এমবিআর/জেআইএম

Advertisement